Total Pageviews

Thursday, September 06, 2018

PrakalpanA DiarY  প্ৰকল্পনা দিনলিপি

 ঠিক   ৫০ বছর আগে ১৯৬৯ এর আজকের দিনে প্রকল্পনা আন্দোলন শুরু হয় কলকাতায়। আমার
সঙ্গে ছিলো দিলীপ গুপ্ত ও আশিস দেব।  এর মধ্যে আজ সকালে প্রথমে আশিসকে ফোন করি। কিন্তু পাইনা। নম্বর পাল্টে গ্যাছে। দিলীপকে পাই।  ওকে মনে করিয়ে দি আজকের স্মরণীয় দিনের কথা। মনে পড়তে ও খুবই উজ্জীবিত। আমাদের উভয়ের শরীর সুস্থ ও  শক্ত নয় এখন। তবু এ আশার নেশা ছুটিলোনা একি  দায় !

আজ যাঁরা বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে ছিলেন তাঁদের কথা খুব মনে পড়ছে।   তার মধ্যে শুক্লা মজুমদার, ব্রজ চট্টোপাধ্যায়, সত্য রঞ্জন বিশ্বাস, দেবকুমার বসু, তপন ঘোষ, তাপস বন্দোপাধ্যায়, নিখিল ভৌমিক, বাবলু রায়চৌধুরী, উত্তর বসু..... আর এ গ্রহের বাসিন্দা নন।  আর কবিসেনা শুরু থেকে যার সঙ্গে প্রথম পরিকল্পনা করি সে হচ্ছে রবীন্দ্র ভট্টাচার্য -- বহুদিন তার পাত্তা নেই। কোথা আছে কে জানে?

DISCLAIMER: WE REGRET THAT NEITHER HAVE WE ANY CONTROL NOR DO WE ENDORSE NOR WILL WE BE RESPONSIBLE IF ANY VIEWERS  ARE TRICKED INTO  MANIPULATED  BACKLINKS EVEN BY SOME HIGH RANKING MEDIAS, TO PILFER OUR LITTLE REPUTATION EVEN WITHOUT RECOGNIZING US, AND LAND INTO ANY PROBABLE INAPPROPRIATE ABUSIVE OR UNSAFE CONTENT AND PICTURE, NOT RELATING TO  THIS SITE OR PRAKALPANA MOVEMENT AND THESE
LINK PAGES:     

No comments: